আমাদের ভারত, ব্যারাকপুর, ২ জুন: কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন অর্জুন সিং। গারুলিয়া পৌরসভায় একটি অনুষ্ঠানে সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দুর বারবার ব্যারাকপুরের আসা ও বিজেপি কর্মীদের সাথে সভা করা নিয়ে কটাক্ষ করলেন তিনি। এমনকি বঙ্গ বিজেপিকে টাইটানিকের সঙ্গেও তুলনা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ।
বৃহস্পতিবার গারুলিয়া পৌরসভায় এসে ব্যারাকপুরে শুভেন্দু অধিকারীর বারবার কর্মী সভা করতে আসা প্রসঙ্গকে কটাক্ষ করে বঙ্গ বিজেপিকে ডুবন্ত টাইটানিকের সাথে তুলনা করে বলেন, “বঙ্গ বিজেপি আসলে টাইটানিক জাহাজের মত। টাইটানিক ডুবতে সময় নিয়েছিল, কিন্তু বঙ্গ বিজেপির ডুবতে মোটেও সময় লাগবে না। তাই শুভেন্দু ব্যারাকপুরে আসলেও কিছু যায় আসে না।” ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং সম্প্রতি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর আজ তাকে গারুলিয়া পৌরসভার তরফে সম্বর্ধনা দেওয়া হয়।
দিলীপ ঘোষ, সঙ্গীত শিল্পী কেকে’র মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কেকে’র মৃত্যুকে ধামা চাপা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় গান স্যালুট দিয়েছিলেন। এদিন সাংসদ অর্জুন সিং সঙ্গীত শিল্পী কেকে’র মৃত্যু নিয়ে দিলীপ ঘোষের করা এই বক্তব্যকে কটাক্ষ করে বলেন, “ওনার ওপর সেন্সর করা হয়েছিল সেটা কি আবার উঠে গেলো জানতাম না। দিলীপ বাবুর বলতে ইচ্ছা হয়েছে বলে দিয়েছে।”
এদিন সাংসদ অর্জুন সিং গারুলিয়া পৌর সভার পৌর প্রধান রমেন দাস ও অন্যান্য কাউন্সিলরদের পাশে বসিয়ে বলেন, উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে যতটা সম্ভব সাহায্য করবেন তিনি। এদিন গারুলিয়ার
পৌরপ্রধান রমেন দাস সাংসদের কাছে গারুলিয়া পৌরসভার স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর জন্য একটি অ্যাম্বুলেন্স ও আর্থিক সাহায্যের আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে অর্জুন সিং ও গারুলিয়াকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

