আশিস মণ্ডল, বোলপুর, ১৮ ডিসেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বোলপুর সফরের আগেই শুরু হল ফ্লেক্স বিতর্ক। রবীন্দ্রপ্রেমী মানুষজনের অভিযোগ, ফ্লেক্সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ফ্লেক্স খুলে ফেলা হয়েছে।
২০ ডিসেম্বর বোলপুরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা বিজেপি। ইতিমধ্যে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে বোলপুর শহর। রাস্তার উপর বাঁধা হয়েছে বড় বড় গেট। সেই গেটে ঝোলানো ফ্লেক্সে দেখা গিয়েছে প্রথমে অমিত শাহ মাঝে কবিগুরু এবং নীচে বোলপুরের প্রাক্তন সাংসদ, বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার ছবি। এতেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, “বিজেপির এই ফ্লেক্সে বীরভূম তথা সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর গর্ব আমাদের গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান হল অমিত শাহ’র নীচে। এটা আমাদের কাছে লজ্জার, বেদনার ও কষ্টের। বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুরের এই অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।
অনুপম হাজরা বলেন, “এসব তৃণমূলের চক্রান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর সবার উপরে। কিন্তু বিজেপিকে অপদস্থ করতে এমন ফ্লেক্স ঝোলানো হয়েছে”। এদিকে অমিত শাহ যেদিক দিয়ে পদযাত্রা করবেন সেই রাস্তা এদিন গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হল। অনুপমবাবু বলেন, “তৃণমূলের হাঁটাচলায় রাস্তা কলুষিত হয়ে রয়েছে। তাই শুদ্ধিকরণ করা হল”।