পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ২২লক্ষ টাকার প্রতিষেধক ওষুধ সহ সার্জিক্যাল সরঞ্জাম

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১১ আগস্ট: অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ওষুধ সহ সার্জিক্যাল সরঞ্জাম পাচারের আগেই ধরা পড়ল সীমান্তরক্ষী জওয়ানদের হাতে। মঙ্গলবার সকাল ছটা নাগাদ উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার ভারত– বাংলাদেশ সীমান্ত পিরোজপুর এলাকার সীমান্তবর্তী ইচ্ছামতী নদী থেকে। যদিও পাচারকারীরা মাঝ নদীতে নৌকা ফেলে পালিয়ে যায়।

বিএসএফ সূত্রের খবর, করোনার কারণে বাংলাদেশে এইসব ওষুধ ও সরঞ্জামের চাহিদা বেড়ে গিয়েছে। ফলে পাচারকারীরা এদিন সকালে একটি নৌকা বোঝাই করে প্রায় ৮ বস্তা বিভিন্ন ওষুধ, সার্জিক্যাল জিনিস পত্র সহ বিভিন্ন কসমেটিক্স, ফেস মাস্ক সহ প্রচুর বেআইনি পণ্য বাংলাদেশে পাচার করছিল। সেই সময় পেট্রাপোল সীমান্তরক্ষী ১৫৮ ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে পড়ে। নদীর চারি দিক থেকে জওয়ানরা নৌকটিকে ঘিরে ফেলে। পাচারকারীরা বিএসএফ দেখে নদীতে লাফ দিয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে যায়। পড়ে থাকা ওই নৌকাটি উদ্ধার করে সামগ্রীগুলি বাজায়াপ্ত করে।

১৫৮ ব্যাটেলিয়নের সিও জানিয়েছেন এর আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ৬৯ হাজার ৯৭৫ টাকা। ঘটনার পর পাচারকারীদের খোঁজে বিএসএফ জওয়ানরা এলাকায় এলাকায় তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *