মুখ্যমন্ত্রী আসার আগে চার ভূমিহীনকে উচ্ছেদ বুনিয়াদপুরে, কান্নার রোল পরিবারগুলিতে

আমাদের ভারত, বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী আসার আগে আচমকা ভূমিহীন চার পরিবারকে উচ্ছেদ নোটিশ বুনিয়াদপুরে। মাত্র তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে পূর্ত দপ্তরের ওই জায়গা খালি করার নির্দেশ জারি করেছে পুরসভা কর্তৃপক্ষ। কান্নার রোল পরিবারগুলিতে। এমন পরিস্থিতিতে কোথায় যাবেন বা কি খাবেন, তা নিয়েই চরম দুশ্চিন্তায় ঘুম উড়েছে অসহায় ওই চার পরিবারের। ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় গোটা বুনিয়াদপুর শহরে। পূর্ত দপ্তরের জায়গা থেকে কোনও ভাবেই পুরসভা উচ্ছেদ করতে পারে না, দাবি সিপিএম নেতা গৌতম গোস্বামীর। মানবিক মুখ্যমন্ত্রী আজ অমানবিকের ভূমিকায়, দাবি বিজেপি নেতা সুপ্রিয় দত্তের।

৪ মার্চ বুনিয়াদপুরে প্রকাশ্য সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে বুনিয়াদপুরের ফুটবল মাঠে সভাস্থল তৈরি নিয়ে একাধিক বড় বড় প্রাচীন গাছ কেটে বিতর্কে জড়ায় প্রশাসন। এবারে সেই সভাস্থলে ঢোকার মুখের রাস্তা বড় করতে এলাকায় দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাসকারী ভূমিহীন চারটি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। রাস্তার ধারে পূর্ত দপ্তরের জায়গায় ছোট চা, পান ও চপ ঘুঘনির দোকান করে কোনও মতে নিজেদের দুবেলা পেটের অন্ন জোগাড় করছিলেন ভবেশ চন্দ্র মালী, অনিল মন্ডল, গণেশ সরকার এবং গৌতম মণ্ডলের মতো চার ওই অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর সফরের আগেই তাঁদের উচ্ছেদ নোটিশ দেওয়ায় বিপাকে পড়েছে তাঁরা। দুবেলা দুমুঠো খাবেনই বা কি, আর থাকবেনই বা কোথায়? এমন দুশ্চিন্তায় ঘুম উড়েছে ওই পরিবারগুলির। অসহায় ওই চার পরিবারের কোনও প্রকার পুনর্বাসনের ব্যবস্থা না করে পুরসভা কর্তৃপক্ষের এমন হঠকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এলাকার বাসিন্দারা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা সকলেই।

উচ্ছেদ নোটিশ পাওয়া ভবেশ চন্দ্র মালী ও অনিল মন্ডলরা জানিয়েছেন, ফুটবল ময়দানে প্রবেশের আগে পিডাব্লুডির জায়গার উপর তাঁদের ছটো দোকানের সাথে অস্থায়ী থাকার জায়গা রয়েছে। সেখানে থেকেই তাঁদের পরিবার চলত। তবে হঠাৎ করে বুধবার তাঁদের উচ্ছেদ নোটিশ দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। কোনও প্রকার পুনর্বাসনের ব্যবস্থা না করে পুরসভার এমন সিদ্ধান্তে তাঁরা কি করবেন ভেবে পাচ্ছেন না। পরিবার নিয়ে পথে বসতে হবে তাঁদের।

পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন জানিয়েছেন, অনেক আগেই তাদের এব্যাপারে সতর্ক করা হয়েছিল। সভা রয়েছে তাই চটজলদি সরিয়ে দেওয়া হয়েছে।

বিজেপির বুনিয়াদপুর টাউন মন্ডল সভাপতি সুপ্রিয় দত্ত জানিয়েছেন, অমানবিক পুরসভা কর্তৃপক্ষ এমন নির্দেশ দিয়েছে। পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল।

সিপিএম নেতা গৌতম গোস্বামী জানিয়েছেন, পূর্ত দপ্তরের জায়গা থেকে পুরসভা কোনও ভাবেই আচমকা এমন উচ্ছেদ করতে পারে না। এটা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *