আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি:লোকসভা ভোট ঘোষণা হয়নি, তার আগেই ব্যানার টাঙিয়ে দলীয় প্রচার শুরু করল জলপাইগুড়ি বিজেপি। শহরের একাধিক জায়গায় ব্যানারের মাধ্যমে জনসাধারণকে বার্তা দেওয়া হচ্ছে ‘আপনার একটি ভোট হবে শক্তিশালী সুরক্ষিত দেশ, নিশ্চিন্ত আপনি আনবে বাংলাও বদল!’
২০১৯ সালে লোকসভা ভোটে উত্তরবঙ্গের মোট আটটি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী হয় বিজেপি। এবার সব আসন বিজেপির দখলে হবে বলে দাবি বিজেপি নেতাদের।
এদিকে দলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তার আগেই বিজেপি দলের প্রচার করতে শুরু করে দিয়েছে। এদিন শহরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে বলে জানালেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, “বিজেপি সারা বছর সাংগঠনিক কাজে থাকে। এই কারণে ভোটের আগে জনসাধারণকে জানানো হচ্ছে, আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এই একটি ভোটের মাধ্যমে তৃণমূলের শৈরাচারি, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চাকরি চোর, নারী নির্যাতনকারী সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমাদের সাংসদ দুই লক্ষ ভোটে জিতেছে। এবছর ভোটের মার্জিন আরও বাড়বে।”