Medinipur College, বিজ্ঞানীদের অবদান ও স্মৃতি নিয়ে ৮ম বি ডি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: বিজ্ঞানীদের অবদান ও স্মৃতি নিয়ে ৮ম
বি ডি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো
মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। ৮ম বি ডি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা আজ কলেজের অডিটোরিয়ামের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয়। এই স্মারক বক্তৃতাটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বি ডি বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন মেদিনীপুর কলেজের টিচার ইনচার্জ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি কলেজের সাম্প্রতিক সাফল্য ও উন্নতি নিয়ে কথা বলেন এবং কলেজের শিক্ষকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যেভাবে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তা তুলে ধরেন। বঙ্কিম দাস সংক্ষেপে বি ডি বন্দ্যোপাধ্যায়ের জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন। কলেজের বিশিষ্ট প্রাক্তনী ডঃ অমল চক্রবর্তী বলেন, “বি. ডি. বন্দ্যোপাধ্যায় কেবল একজন মহান অধ্যক্ষই ছিলেন না, বরং তাঁর অসামান্য নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে তিনি কলেজকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।”

বক্তৃতার মূল বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডঃ গৌতম গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর বক্তৃতায় (শিরোনাম- “বঙ্গদেশে পদার্থবিদ্যা চর্চাঃ স্বাধীনতাপূর্ব কাল”) জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানীদের অবদানের কথা উল্লেখ করেন। তাদের বৈজ্ঞানিক উদ্ভাবন ও গবেষণা যে কেবল ভারতকেই নয়, গোটা বিশ্বকেই সমৃদ্ধ করেছে, তা তিনি তুলে ধরেন। এছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বসু বিজ্ঞান পরিষদ সহ স্বাধীনতা-পূর্ব ভারতের বিশিষ্ট শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির বিজ্ঞান গবেষণায় অবদানের কথাও তিনি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।

ডঃ গঙ্গোপাধ্যায় তাঁর বক্তব্যে বিজ্ঞানীদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তাকারী সারাবুল, তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ-এর মতো পৃষ্ঠপোষকদের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “বিজ্ঞানীরা তাঁদের কাজকে সফল করতে বহু পৃষ্ঠপোষকের সমর্থন পেয়েছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।”
তাঁর মনোগ্রাহী বক্তব্যে ডঃ গঙ্গোপাধ্যায় বিভিন্ন হৃদয়গ্রাহী এবং মজাদার ঘটনার উল্লেখ করেন, যা শ্রোতাদের মনোরঞ্জন করে এবং তাঁদের আলোকিত করে। তাঁর সহজ এবং প্রাণবন্ত বক্তৃতা উপস্থিত সকলকে মুগ্ধ করে। তিনি বলেন, “বিজ্ঞানীদের আবিষ্কার এবং কাজ শুধু অতীতের নয়, ভবিষ্যতের জন্যও এক অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মেদিনীপুর কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ প্রেসিডেন্ট ড: হরিপ্রসাদ সরকার। গড়বেতা কলেজের অধ্যক্ষ ডঃ সরকার বলেন, “ডঃ গঙ্গোপাধ্যায়ের মতো একজন বিশিষ্ট বিজ্ঞানীর বক্তৃতা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং শিক্ষণীয়। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এই স্মারক বক্তৃতায় উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ, ডঃ প্রবীর চক্রবর্তী এবং ডঃ গোপাল চন্দ্র বেরা। উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেমিনার কমিটির আয়োজক তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ সুরজিত ঘোষ। এর সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বহু অধ্যাপক-অধ্যাপিকা, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী। উপস্থিত সকলেই এই আয়োজনের প্রশংসা করেন এবং বক্তৃতার শিক্ষামূলক দিকগুলি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *