সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: শতাধিক বছরের প্রাচীন জিনাসিনী মেলার বাসন্তী দুর্গাপুজোয় ভক্তদের ঢল নেমেছে। তিথি অনুযায়ী আজ মহাষ্টমী। বিকেল সাড়ে চারটের আগেই সন্ধিপুজো শুরু। তারপরই বলিদান। সে কারণেই আজ সকাল থেকেই ভক্তদের ভিড়। পুজোর ডালা, নৈবেদ্য সাজিয়ে দলে দলে ভক্তরা হাজির হচ্ছেন মন্দিরে।
বাঁকুড়া শহরের নূতনগঞ্জ, ব্যপারীহাট এলাকায় প্রাচীন জনপদ জিনাসিনী মেলা।শহর বাঁকুড়া ভালো করে জমে ওঠার আগেই এখানে জনবসতি গড়ে ওঠে। এই স্হানেই রয়েছে একই সাথে বেড়ে ওঠা প্রকান্ড গাছ। এই গাছের নিচে তৈরী বেদীতে গ্ৰাম্য দেবী জিনাসিনী প্রতিষ্ঠিত। খোলা আকাশের নীচেই তার বাস। জাগ্ৰত দেবী হিসেবে তিনি পূজিতা। এই স্হানেই গড়ে উঠেছে বাসন্তী মাতার মন্দির। এক সময় এখানে অস্হায়ী চালা, পরবর্তী কালে প্যান্ডেল সাজিয়ে পুজো হতো। বর্তমানে সেখানে তৈরি হয়েছে মন্দির। স্হানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, আগে শারদীয়া দুর্গাপুজোই হতো।কোনও সমস্যা দেখা দেওয়ায় চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজো হয়। তারপর থেকেই নাকি এই প্রথা চালু হয়েছে।
বাসন্তী পুজো উপলক্ষে এলাকায় উৎসবের পরিবেশ।আত্মীয় জনদের আগমন বাড়িতে বাড়িতে। চারদিন ধরে চলবে মহাপুজো।