Barrackpore, Court, সোনার দোকানে ডাকাতি ও মালিককে গুলি করে মারায় পাঁচজনকে দোষী সাব্যস্ত ব্যারাকপুর মহকুমা আদালতের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ আগস্ট: ব্যারাকপুর আনন্দপুরীতে সিংহ জুয়েলার্সে ডাকাতি এবং মালিককে গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করলো ব্যারাকপুর মহকুমা আদালত। আগামী সোমবার পূর্ণাঙ্গ রায় দেবেন বিচারক। হয় মৃত্যুদণ্ড, আর নয় ফাঁসি, দুটির কথাই উল্লেখ করেছেন বিচারক।

২০২৩ সালে ২৪ মে ব্যারাকপুর অন্যান্দপুরীর সোনার দোকানে অন্যান্য দিনের মতো ব্যবসা চলছিল জোর কদমে। দোকানে সেই সময় উপস্থিত ছিলেন দোকানের মালিক নীলরতন সিংহ, তার ছেলে নিলাদ্রী সিংহ ও কয়েকজন কর্মী। সন্ধে বেলা আচমকা ওই সোনার দোকানে হানা দেয় ডাকাতের দল। কিন্তু সেই সময় নিলাদ্রী তাদের ডাকাতি করতে বাধা দেয়। ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় ডাকাতরা। ডাকাতের ছোরা গুলিতে নিহত হয় সোনার দোকানের মালিক নীলরতন সিংহর ছেলে নীলাদ্রি সিংহ। ঘটনার তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা।

এরপর কেটে গেছে এক বছর। এর মাঝে বিহার সহ একাধিক জায়গা থেকে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত এগিয়ে নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা। গত বছর আগস্ট মাসে ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্চ শিট দাখিল করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যেই গোটা ঘটনার কিনারা করে ফেলে দোষীদের শাস্তির ব্যবস্থা করল পুলিশ। এই ঘটনার অপরাধীরা দোষী সাব্যস্ত হওয়ার পর খুশি নিহত নিলাদ্রী সিংহর পরিবার।

এদিন মৃতের বাবা নিজে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দপ্তরে গিয়ে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া কে ধন্যবাদ জানান। এদিন তিনি বলেন পুলিশ আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন বলে আজ আমার ছেলের খুনিরা দোষী সাব্যস্ত হয়েছে আর দোষীরা তাদের দোষ আদালতে মেনে নিয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *