সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুলাই: রেল স্টেশনের অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ার ও স্ট্রেচার প্রদান করলো ব্যবসায়ী সংগঠন বাঁকুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি। আজ বাঁকুড়া রেলওয়ে স্টেশনে তাদের পক্ষ থেকে বাঁকুড়া স্টেশন ম্যানেজারের হাতে একটি হুইলচেয়ার ও একটি স্ট্রেচার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমার্সিয়াল ম্যানেজার রাজকিশোর মহান্তি, কমার্শিয়াল সুপারিনটেনডেন্ট সোমনাথ ঘোষ এবং বাঁকুড়া চেম্বার অব কর্মাসের পক্ষে জোনাল রেলওয়ে ইউজার্স প্রতিনিধি দেবেন্দ্র সাভারিয়া, সভাপতি রামজি প্যাটেল, সহ- সভাপতি সুবীর ঘোষ, সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা, যুগ্মসচিব শিবকুমার জালান, সৌরভ সেন প্রমুখ।
বাঁকুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা জানান, বাঁকুড়া স্টেশনে প্রবেশ এলাকায় যথাক্রমে রামকিঙ্কর বেইজ ও যামিনী রায়ের ভাস্কর্য ও চিত্রকলার রেপ্লিকা স্থাপন, বাঁকুড়া স্টেশন চত্বরের দেওয়ালে স্থানীয় শিল্পীদের দিয়ে ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন নতুন এস্কেলেটর, প্রস্তাবিত আন্ডার পাস, কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন, বাঁকুড়া- মশাগ্রাম হাওড়া লাইন, বাঁকুড়া- তারকেশ্বর হাওড়া লাইন, দূরপাল্লার ট্রেনে বাণিজ্যিক মাল সরবরাহ, পুরুলিয়া এক্সপ্রেস ও হাওড়া চক্রধরপুর ট্রেনের লেট সার্ভিস ইত্যাদি বিষয়ে অ্যা সিস্টান্ট কমার্শিয়াল ম্যানেজার মহান্তির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।