সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩১ জানুয়ারি: অনেক আলোচনার পরেও ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ব্যাঙ্ক কর্মচারীরা। ফলে শুক্রবার থেকে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর এর জেরে এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। আর এর মধ্যেই প্রথামাফিক ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
মূলত, বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন-কর্মচারী সংগঠন- ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইএফবিইউ)। তাদের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-র সঙ্গে তাদের আলোচনা ব্যর্থ। ফলে, পূর্বনির্ধারিত কর্মসূচি মতোই ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই। শুধু দু’দিন নয়। তারপরেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ২ ফেব্রুয়ারি, রবিবারও ব্যাঙ্ক বন্ধ।
সেই সঙ্গে, অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি) -এর তরফে জানানো হয়েছে, দু’দিনের এই ধর্মঘটের পরে ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা। দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে।
ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে ধর্মঘট এড়াতে চেয়েছিল আইবিএ। কিন্তু মতানৈক্যে সেটা আর সম্ভব হল না।