ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাপক প্রভাব বাঁকুড়ায়, ব্যাহত এটিএম পরিষেবাও

আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জানুয়ারি: ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ায়। শুক্রবার জেলায় ব্যাঙ্ক ধর্মঘটের কারণে এ টি এম পরিষেবাও ব্যাহত। ব্যাঙ্কের পাশাপাশি গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিও বন্ধ থাকায় চরম সমস্যায় সাধারণ মানুষ।

প্রসঙ্গত, একাদশতম বেতন চুক্তি কার্যকর করা, পাঁচ দিনের কর্মদিবস চালু, পেনশন ও পারিবারিক পেনশন বৃদ্ধি সহ বেশ কয়েক দফা দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখা গুলির সামনে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করেছেন ধর্মঘটীরা।

ধর্মঘটে যোগ দেওয়া একটি সংগঠনের বাঁকুড়া জেলা আহ্বায়ক লক্ষীকান্ত মণ্ডল ব্যাঙ্ক ধর্মঘটের কারণে গ্রাহকদের সমস্যার জন্য আগাম দুঃখ প্রকাশ করে জানান, এই মুহূর্তে ধর্মঘটের পথে হাঁটা ছাড়া তাদের কাছে আর কোনও পথ খোলা ছিল না। একই সঙ্গে তিনি বলেন, তাদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয়েছিল। বৃহস্পতিবার দু’দফায় আলোচনা হলেও সমাধান সূত্র মেলেনি। বিগত ৩০ মাস ধরে অপেক্ষা করা হলেও একাদশ বেতন চুক্তি কার্যকর করা হয়নি। এই দুই দিনের ধর্মঘট শেষে দ্বিতীয় দফায় ১১, ১২, ১৩ ফেব্রুয়ারী ও ১ এপ্রিল থেকে তারা লাগাতার ধর্মঘট চালিয়েছে যাবেন। সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনেই জেলায় সব ক’টি ব্যাঙ্ক, এ টি এম সহ গ্রাহক পরিষেবা কেন্দ্র গুলিও বন্ধ আছে বলে এদিন তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *