আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ মার্চ: শনিবার বাংলার গর্ব মমতা কর্মসূচি রাজ্যের ২৯৪ টি বিধানসভায় পালিত হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়করা বাংলার গর্ব মমতা কর্মসূচি পালন করে। সবং বিধানসভার বিধায়িকা গীতা রানী ভু্ঁইয়া এই কর্মসূচি রূপায়ণ করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ ডক্টর মানস রঞ্জন ভুঁইঞা। পিংলা বিধানসভায় এই কর্মসূচি পালন করেন জেলার মন্ত্রী তথা এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অজিত মাইতি। ডেবরা বিধানসভা এলাকায় বিধায়ক সেলিমা বিবি কর্মসূচি পালন করে। শালবনী বিধানসভা এলাকায় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা এই কর্মসূচি পালন করে।
পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি শনিবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভার ক্ষেত্রে বিধায়করা এই কর্মসূচি পালন করেছেন বিনপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু এবং গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতো নিজ নিজ এলাকায় কর্মসূচি পালন করেন।