আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: “বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, অনেক শাহরিয়ার কবির দরকার। আমি আশা করবো উনি খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। ওনার সুস্থতা কামনা করি।” বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন নয়াদিল্লির অর্থনীতির অধ্যাপক তথা বাংলাদেশ বিশেষজ্ঞ ডঃ প্রবীর দে।
প্রবীরবাবু এই প্রতিবেদককে জানিয়েছেন, “শাহরিয়ার কবির এক নমস্যঃ ব্যাক্তি। আমি শুধুমাত্র ওনাকে একজন সাংবাদিক হিসাবে দেখি না, আমি ওনাকে জানি বাংলাদেশের একজন শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে। অধ্যাপক জয়ন্ত কুমার রায়ের মাধ্যমে ওনার সাথে আলাপ হয়। ওনাকে গ্রেফতারের খবরটা পেয়ে আমি স্তম্ভিত হয়েছি। নতুন বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে যা আগে আমার ভাবনার মধ্যে আসেনি।”
প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই মৌলবাদ বিরোধী হিসেবে বহু মানুষকে সেদেশে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সেই তালিকায় নাম জুড়ল শাহরিয়ার কবিরের। এর আগে প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জমান নুরকেও গ্রেফতার করা হয়েছে। সকলের বিরুদ্ধেই রুজু হয়েছে খুনের অভিযোগ।