আমাদের ভারত, ৩ জুলাই: “বাংলাদেশ ভালো মুসলিম দেশ থেকে শিক্ষা নেয় না। শিক্ষা নেয় আফগানিস্তান আর পাকিস্তানের মতো খারাপ মুসলিম দেশ থেকে।” সামাজিক মাধ্যমে তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তিনি বুধবার রাতে লিখেছেন, “কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ দু’দিন আগে মুসলমান মেয়েদের মুখ ঢাকা নিকাব নিষিদ্ধ করেছেন। খারাপ আবহাওয়ার কারণে, চিকিৎসার কারণে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলার কারণে যদি মুখ ঢাকতে হয়, সেটা মেনে নেওয়া হবে, কিন্তু ধর্মীয় কারণে মুখ ঢাকা মেনে নেওয়া হবে না। মুখই মানুষের পরিচয় বহণ করে। পরিচয়হীন মানুষ নিশ্চয়ই অন্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্ট বলেছেন, “বোরখা- নিকাবের চেয়ে আমাদের জাতীয় কাজাখ পোশাক ঢের ভাল পোশাক।” উজবেকিস্তানে বোরখা-নিকাব পরলে জরিমানা দিতে হয় ২৫০ ডলার। তাজিক প্রেসিডেন্ট ইমামলি রাখমল বলেছেন, “ইসলামী পোশাক আমাদের সংস্কৃতির বাইরের পোশাক।”
সংখ্যাগরিষ্ঠ মুসলিম-দেশ কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের শাসকরা মানুষ হতে পারে, কিন্তু বাংলাদেশের শাসকরা কেন মানুষ হতে পারে না? তারা এত অমানুষ কেন? এত নারীবিদ্বেষী কেন? নারীবিদ্বেষী না হলে নারীকে বস্তাবন্দি করার জঘন্য নিয়ম নিষিদ্ধ করতো। নিরাপত্তার কারণেও তো নিষিদ্ধ করতে পারতো।”