Naihati, Barama, বাংলা নববর্ষে নৈহাটির ‘বড়মা’ ও শ্যামনগরের ঐতিহ্যবাহী ব্রহ্মময়ী কালী মন্দিরে লম্বা লাইন ভক্তদের

আমাদের ভারত, ১৫ এপ্রিল: আজ নববর্ষ। বৈশাখের প্রথম দিনেই নতুন বছরকে স্বাগত জানাতে নিজেদের মতো করে ব্যস্ত আম জনতা। তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন কালী মন্দিরে সকাল থেকেই দেখা গেল নতুন খাতা নিয়ে ভক্তদের লম্বা লাইন। নতুন বছর শুভ হোক এই আশা নিয়েই মায়ের দরবারে পৌঁছে গিয়েছেন সবাই। নৈহাটির ঐতিহ্যবাহী বড় মার মন্দিরে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন কয়েক লক্ষ মানুষ। সকলের যেন একটাই সুর, নতুন বছর সবাই ভালোভাবে কাটুক।

মন্দির কমিটির সম্পাদক জানান, প্রতিবছর বড় মা কালীর মন্দির চত্বরে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। এ বছরও বাংলা নববর্ষের প্রথম দিন তার অন্যথা হয়নি। তিনি বলেন, বাংলার বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক কথা হলো ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার বড়মা সবার। অন্যদিকে শ্যামনগরের বহু প্রাচীন ব্রহ্মময়ী কালীমন্দিরে সকাল থেকে দেখা যায় ভক্তদের ভিড়। লক্ষ্মী গণেশ হাতে নিয়ে মায়ের কাছে সকলের একটাই ইচ্ছা সকলের মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *