Dana, West Mednapur, ডানার আতঙ্কে প্রহর গুণছে বাংলা! পুরী-সাগরদ্বীপের মাঝেই ল্যান্ডফলের সম্ভাবনা, ১২০ কিমি গতিতে ঝড়ের সম্ভাবনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘ডানা’। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে বাংলা-ওড়িশা সীমান্ত দাঁতন এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।

দাঁতন এলাকার পার্শ্ববর্তী সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করেছে প্রশাসন। এর পাশাপাশি বিশেষ করে বাড়তি নজর দেওয়া হয়েছে অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। জানা গিয়েছে, সোনাকোনিয়া হয়ে ওড়িশা-বাংলা যাওয়ার একমাত্র ভরসা ছিল নৌকা বা ফেরি পরিষেবা। কিন্তু ‘ডানা’র আতঙ্কে ফেরি সার্ভিস বন্ধ করেছে প্রশাসন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের ফেরি সার্ভিস চালু করা হবে বলে জানাগেছে।

এরই মধ্যে বৃহস্পতিবার দাঁতনের তররুই হাইস্কুল ও বাইপাটনা মোহনপুর সহ জেলার একাধিক জায়গা পরিদর্শন করলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, এসডিও যোগেশ পার্টিল অশোক রাও সহ অন্যান্য আধিকারিকরা।

এ ব্যাপারে জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন, জেলায় মোট ২৩৫টি রেসকিউ সেন্টার করা হয়েছে। প্রতিটি এলাকায় সিভিল ডিফেন্স বা এনডিআরএফ প্রস্তুত রয়েছে। প্রতিটি ত্রাণ শিবিরে ডাক্তার রয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি, পুলিশ সুপার সহ আমরা এলাকা পরিদর্শন করছি।

তিনি আরো বলেন, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, তাই ওষুধ থেকে শুরু করে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ঘাটাল, নারায়ণগড়, দাঁতন সহ প্রতিটি এলাকায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে যে বিপদ আসছে আমরা সেটার মোকাবিলা করতে পারবো। পুরো জেলায় ৯২টি অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *