প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে “গৃহ সম্পর্ক অভিযান” শুরু করলেন বনগাঁর সাংসদ ও বাগদার বিধায়ক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ জুন: রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে “গৃহ সম্পর্ক অভিযান” শুরু করল বনগাঁ লোক সভাকেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের চিকন পাড়া এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে নামেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। চিকন পাড়া এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে গৃহকর্তার হাতে প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দেন। পাশাপাশি করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। খোঁজখবর নেন মানুষের সুবিধা অসুবিধার।

শান্তনু ঠাকুর বলেন, করোনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবে চলছে বা কি করে আগামী দিনে চলবে সেই নিয়ে জনসংযোগ করে মানুষকে বোঝানো হচ্ছে। শুধু গাইঘাটায় নয় সারা বাংলায় আমাদের নেতা নেত্রীরা করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। তবে সাধারণ মানুষকে আমফানে ক্ষতিগ্রস্থদের বঞ্চিত করেছে রাজ্য সরকার। প্রতিটা বাড়িতে গিয়ে প্রমাণ পাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা কোনও ক্ষতিপূরণ পায়নি। এটা রাজ্য সরকারের ব্যর্থতা বলে মনে করি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ শান্তনু ঠাকুর।

অন্যদিকে বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর নিজের গ্রামে বিজেপির কর্মীদেরকে নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে নামেন। বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি পৌছে দিয়ে সাধারণ মানুষকে বোঝান। দেশবাসীর জন্য কি কি উন্নয়ন প্রকল্প করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন বিধায়ক দুলাল বর। এছাড়া এলাকায় এলাকায় করোনা নিয়ে সচেতনতা শিরির করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *