বনগাঁ জেলা পুলিশ ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৯ জানুয়ারি:
পেট্রাপোল থানার উদ্যোগে বনগাঁ জেলা পুলিশ ও বনগাঁ প্রেস ক্লাবের মধ্যে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। এদিন উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পাগলাগারদ মাঠে আনুষ্ঠানিক ভাবে এই খেলা প্রদর্শন হয় বনগাঁ প্রেসক্লাব একাদশ বনাম বনগাঁ জেলা পুলিশের। এই প্রদর্শনী ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই খেলা তিন বার হবে। প্রথম খেলায় জয়ী হয় বনগাঁ জেলা পুলিশের দল।

প্রেস ক্লাবের অধিনায়কত্ব করেন সাংবাদিক সীমান্ত মৈত্র। পুলিশ জেলার অধিনায়কত্ব করেন আইসি সাইবার ক্রাইম সুদীপ দে। সীমিত ওভারের এই খেলায় বনগাঁ প্রেস ক্লাবের তরফে সর্বোচ্চ রান করে শান্তনু টিকাদার। পুলিশ জেলার তরফে সবচেয়ে বেশি রান করেন আইসি সাইবারক্রাইম সুদীপ্ত দে। পেট্রাপোল থানার ওসি গণেশ বাইন এই খেলার পুরো তদারকি করেন। পুলিশ ভিন্ন পেশায় কর্মরত থেকেও এই ধরণের প্রীতি ম্যাচে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

পুলিশের জেলা সুপার জয়িতা বোস বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের ও সাধারণ মানুষের মেলবন্ধন ঘটাতে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন উল্লেখযোগ্য ঘটনা। এই খেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করাই মূল লক্ষ্য। এর মাধ্যমে আগামী দিনে সম্প্রীতির বাতাবরণ তৈরির পাশাপাশি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক তৈরি করতে এই ধরণের আরও উদ্যোগ নেওয়া হবে। যদিও আগামী পর্বের খেলা কবে হবে তা পুলিশ সুপার জানিয়ে দেবেন বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *