সাথী দাস, পুরুলিয়া, ১৮ আগস্ট: অতীতের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেল পুরুলিয়ার বান্দোয়ানের কুচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ ১৭ বছরের মেয়েদের ফুটবল দল। সুব্রত মুখার্জি কাপ ফুটবলের (অনূর্ধ ১৭ বছরের) সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল তারা। শুক্রবার সেমিফাইনালে তারা মুখোমুখি হচ্ছে জলপাইগুড়ি দলের সঙ্গে। কলকাতায় দুটি সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হবে। মেয়েদের মানসিকভাবে চাঙ্গা রাখতে দলের সঙ্গে গিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সিং, প্রশিক্ষক রামনাথ মান্ডি এবং ম্যানেজার উৎপল মুখার্জি।
উৎপলবাবু বলেন, “জেলা থেকে আমরাই প্রথম দল এই পর্যায়ে খেলছি। স্কুল ফুটবলে জেলায় চ্যাম্পিয়ন। কন্যাশ্রী চ্যাম্পিয়ন হয়েছি। করোনাকালে তেমন খেলার সুযোগ ছিল না। তাই ভালো কিছু করার জন্য মেয়েরা মুখিয়ে রয়েছে। আমরা সাফল্যের ব্যাপারে ভীষণভাবে প্রত্যয়ী।”
পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক শান্তি গোপাল মাহাতো জানান, “এই বিদ্যালয়ের কাজলি টুডু রাজ্যের হয়ে খেলেছে। জাতীয় দলের বাছাইয়ের সুযোগ পেয়েছিল সে। এই স্কুলের মেয়েদের দলের ধারাবাহিক পারফরমেন্স দারুণ। আমরাও ভালো ফলের প্রত্যাশায় রয়েছি।”