সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩ জানুয়ারি: সিএএ’র সমর্থন জানিয়ে ফের একবার পুরুলিয়া শহরে পদযাত্রা করল বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং দল। এর আগে সিএএ আইন হতেই সমর্থন জানিয়ে পুরুলিয়ার পথে নেমেছিল বজরং দল।
শুক্রবার, পুরুলিয়া স্টেশনের কাছে হনুমান মন্দিরের কাছে জমায়েত হন বিভিন্ন কার্যকর্তা, সদস্য ও সমর্থকরা। সেখান থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশ নেন জেলা বিজেপির সম্পাদক বিনোদ তিওয়ারি সহ বিজেপির অন্যান্য মোর্চার পদাধিকারি। ভারতীয় নাগরিকত্ব আইনের শুধু সমর্থনই নয়, এর বিরোধীতাকারীদের তীব্র ভাবে সমালোচনা করা হয় বজরং দলের স্লোগানে। ভারতের জাতীয় পতাকা উঁচিয়ে মিছিলে যোগ দেন জাতীয়তাবাদী মানুষ। স্থানীয় রথতলা দিয়ে মেইন রোড ধরে পোস্ট অফিস মোড়ে শেষ হয় পদযাত্রা।