অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১জানুয়ারি: কুষ্ঠ রোগের বিষয়ে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করতে এগিয়ে এল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর পশ্চিম চক্রের বৈতাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। কুষ্ঠ আক্রান্তদের ঘৃণা না করে সেবা করা উচিত এই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হল ওই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। গতকাল মোহনদাস করমচাঁদ গান্ধীর ৭৩ তম তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি ও কুষ্ঠ সচেতনতা দিবসে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার ও শপথ গ্রহণ করল তাঁরা।
গান্ধীজির প্রয়াণ দিবসে স্কুলের সমস্ত ছাত্র -ছাত্রী, প্রধান শিক্ষক সুখময় পাণ্ডা ও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা কুষ্ট রোগের সচেতনতা ও এই রোগ নির্মূলের জন্য শপথ বাক্য পাঠ করেন। স্কুলের অনুষ্টান শেষে সারা গ্রামে একটি পদযাত্রাও করেন।