নীল বনিক, আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: পুরভোটের আগে ফের শোভন চ্যাটার্জির ঘরে ফেরার জল্পনা। আর মঙ্গলবার বৈশাখি ব্যানার্জি রাজ্যের শিক্ষামমন্ত্রীর নাকতলার বাসভবনে যেতে সেই জল্পনা আরও বাড়ে।
আজ সকালে পার্থ চ্যাটার্জির সঙ্গে দেখা করলেন অধ্যাপিকা তথা শোভন চ্যটার্জির বান্ধবী বৈশাখি ব্যানার্জি। যদিও দুপক্ষই এরসঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে দাবি করেন। পার্থ চ্যটার্জি বলেন, আমার কাছে বৈশাখি ব্যানার্জি কেন, সবাই আসতে পারেন। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী। আমার কাছে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আসবেন এটাই স্বাভাবিক। এরসঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।
অন্যদিকে শোভন চ্যাটার্জির বান্ধবী বৈশাখি ব্যানার্জি বলেন, আমি কলেজের সমস্যা নিয়ে এসেছি। আমার সঙ্গে কলেজের পরিচালন সমিতির নিয়ে কিছু সমস্যা হয়েছে। তানিয়ে আলোচনা হয়েছে। রাজনীতির বাইরে আমার সঙ্গে পার্থ চ্যাটার্জির কোনও আলোচনা হয়নি। তবে বলেন, আপনারা যা জানতে চাইছেন সেটা সময়ই বলবে।
সামনে পুরভোট। কয়েকদিন ধরে ফের শোভন চ্যাটার্জির ঘরে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আজ সেই জল্পনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।