পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: জন্মলগ্ন থেকে নেই মাথার ছাদ, খোলা আকাশের নিচে কোথাও বা ত্রিপল টাঙ্গিয়ে হচ্ছে রান্না। নিজস্ব বাসস্থান না থাকার কারণে বেশির ভাগ সময় কেন্দ্রে আসে না ছোট্ট বাচ্চারা। কোথাও কমিউনিটি হল, কোথাও বা গ্রামের আট চালাতে কচিকাঁচাদের নিয়ে বসতে হয় দিদিমণিদের। এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলির।
জানা যায়, ১১টি ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা। আর এই পৌরসভার মধ্যে রয়েছে মোট ১৩টি আইসিডিএস কেন্দ্র, আর সেই ১৩টি আইসিডিএস কেন্দ্রের জন্মলগ্ন থেকে নেই কোনো নিজস্ব ক্লাস ঘর ও রান্নার জায়গা। বছরের পর বছর গড়ালেও এমনই বেহাল অবস্থা। অভিভাবক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা, সহায়িকা সকলেই বলেন, প্রশাসনের সকলকে জানানো হয়েছে। আসছেন, পরিদর্শন করছেন আর চলে যাচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর খোলা আকাশের নিচে বা ত্রিপলের নিচে রান্না করার ক্ষেত্রেও প্রতিনিয়ত থাকছে চিন্তা, এই বুঝি খাবারে কিছু পড়ে যায়। বাম জমানা থেকে তৃণমূলের জমানা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরানোর উদ্যোগ নেয়নি কেউ। তবে যাই হোক বর্তমান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি অবশ্যই আইসিডিএস কেন্দ্রের অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, তিনি উদ্যোগ নিয়েছেন, সমস্ত প্রস্তাব পাঠানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের। এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে। কবে ফেরে এই কেন্দ্রগুলির হাল।