অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার লালগড়ের আমডাঙাতে কুয়োর মধ্যে পড়ে গেল এক হস্তি শাবক। তাকে উদ্ধারের জন্য রাত থেকেই চেষ্টা চালাচ্ছিল ৫-৬ টি হাতির দল। হাতিদের চিৎকারে গ্রামবাসীরা দেখে ৫- ৬টি হাতি কুয়োর মধ্যে থেকে কিছু তোলার চেষ্টা করছে। বাকি দলটা পাহারা দিচ্ছে। বেলা বাড়লে বাকি দলটা পাশের জঙ্গলে ঢুকে অপেক্ষা করে। দুটো হাতি মাঠে থেকে হস্তি শাবকটিকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। দীর্ঘ চেষ্টায় সাফল্য না মেলায় অবশেষে বনদফতরের চেষ্টায় হুলা পার্টি দিয়ে হাতি গুলোকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর হাতির বাচ্চটিকে জেসিবি দিয়ে কুয়ো থেকে উদ্ধার করে অবশেষে তাকে তার দলের সাথে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
শাবক হাতিটিকে জঙ্গলে ছাড়তে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম হাবলু চালক। বয়স ৬২ বছর। বাড়ি লালগড়ে। লালগড় রেঞ্জের রেঞ্জার শ্রাবণী দে বলেন, গত কয়েকদিন হল প্রায় ৩০ থেকে ৪০ টি হাতির দল ফের ঢুকেছে লালগড়ে। তাদের মধ্যেই একটি বাচ্চা হাতি আজ ভোরে কুয়োতে পড়ে গেছিল। যেহেতু হাতির বাচ্চাটিকে মানুষ উদ্ধার করেছে তাই এখন নজরদারিতে রাখা হবে হাতির দলটিকে।