পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: জঙ্গল রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইয়ুথ কমিউনিটি, ক্ষুদ্র প্রয়াস ও ইন্ডিয়ান ওয়ার্কারের যৌথ উদ্যোগে আজ অর্থাৎ রবিবার হুমগড়ে এক বিশেষ মোটর সাইকেল র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর জঙ্গল সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
আজকের এই কর্মসূচিতে তিন সংগঠনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী। এছাড়াও, হুমগড়ের বন বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। গড়বেতার বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ শ্যামল কুমার সাহা এবং বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ চট্টোপাধ্যায় এই কর্মসূচিতে অংশ নেন। হুমগড় ইয়ুথ কমিউনিটি, ক্ষুদ্র প্রয়াস ও ইন্ডিয়ান ওয়ার্কারের সদস্য অমিতাভ গোস্বামী, বিপ্লব গোস্বামী, বিবেকানন্দ পাল, সৌরভ দাস, তুহিন লোহার-সহ অন্যান্য সদস্যরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
র্যালি ও শোভাযাত্রা চলাকালীন জঙ্গল সংলগ্ন এলাকায় ১০০টি ব্যানার ও পোস্টার লাগানো হয় বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। মূলত জঙ্গল ও বন্যপ্রাণী রক্ষার্থে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, মাঝেমধ্যেই অবৈধভাবে জঙ্গলের গাছ কেটে নেওয়া এবং জঙ্গলে আগুন লাগানোর ঘটনা সামনে আসছে।