আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ অক্টোবর:
বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে করোনা সম্পর্কে নাগরিকদের উদ্দেশ্যে জন সচেতনতার বার্তা দিলেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মীরা । নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সারথি মজুমদার মহা ষষ্ঠীর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপের কোভিড নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। নোয়াপাড়া থানার অন্তর্গত হিন্দু মুসলিমদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি ক্লাবের ২৮ তম বছরের দুর্গোৎসব উদ্বোধন করেন তিনি। প্রদীপ জ্বালিয়ে এবং মা দুর্গার গলায় ফুলের মালা পরিয়ে এই পুজোর উদ্বোধন করেন তিনি।
নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আই সি পার্থ সারথি মজুমদার পুজো মণ্ডপে নাগরিকদের করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে গিয়ে বলেন, “মণ্ডপে কোনও ভাবেই ভিড় করা যাবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে পুজো উদ্যোক্তাদের মধ্যে, মণ্ডপে আসা যে কোনও মানুষের মুখে মাস্ক থাকতে হবে। মাস্ক না থাকলে মাস্ক বিতরণ করতে হবে মণ্ডপের বাইরে আগত দর্শনার্থীদের মধ্যে। হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে নাগরিকদের। প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে সকলকেই।” রাজ্য সরকারের কোভিড বিধি মেনে নোয়াপাড়া থানা এলাকায় পুজো উদ্যোক্তারা খোলা মণ্ডপে মা দুর্গার আরাধনা করছেন।