Awareness Camp, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা দফতরে শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: আজ বন্ডেড লেবার অ্যাবলিশন ডে। এই উপলক্ষে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা জজ কোর্টের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক সঞ্জয় কুমার দাস।

উপস্থিত ছিলেন অন্যান্য বিচারক সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ, পশ্চিম মেদিনীপুর জেলার জয়েন্ট লেবার কমিশনার শান্তনু সেন। অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন ও কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভার মূল আলোচ্য বিষয় ছিল, যে সমস্ত শ্রমিক শ্রেণির মানুষ বাইরে কাজ করতে গিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তাদের সোচ্চার ও সচেতন করা। সেই বিষয়েই এই অনুষ্ঠানে আলোকপাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *