ভোগপুরে রেল ক্রসিং নিয়ে সচেতনতা শিবির ও রেল দপ্তরে ডেপুটেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ নভেম্বর: ভোগপুর স্টেশন সংলগ্ন প্রহরী বিহীন রেলওয়ে ক্রসিং নিয়ে আজ একটি সচেতনতা শিবির ও ডেপুটেশন দেওয়া হয়। ভোগপুর রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজ সকালে ভোগপুর স্টেশন লেবেল ক্রসিং সংলগ্ন স্থানে সচেতনতা শিবির ও স্টেশন ম্যানেজার এবং পাঁশকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শিবিরে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুখেন্দু শেখর জানা। সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন কমিটির সহঃসভাপতি মধুসূদন বেরা, রবীন্দ্র নাথ দিন্ডা, যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন সামন্ত। সকালে স্টেশন ম্যানেজার ও বিকালে এ.ডি.ই.এন. রবি শংকরের নিকট স্মারকলিপি দেওয়া হয়।

স্থানীয় ট্রেনযাত্রী নারায়ণ নায়েক বলেন, প্রচুর ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষরা জন্য মানুষ এই ক্রসিং ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন এই ভোগপুর স্টেশন সংলগ্ন প্রহরী বিহীন লেবেল ক্রসিং থাকায় স্থানীয় সাগরবাড়, ভোগপুর, দেড়িয়াচক, সিদ্ধা, বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত সহ পাঁশকুড়া ব্লকের কয়েক হাজার মানুষ এই জায়গায় রেল লাইন পারাপার হতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এক মোটর সাইকেল দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরোহী।

স্টেশনের একদিকে ৬ নম্বর জাতীয় সড়ক। অন্যদিকে বাজার স্কুল। স্টেশনের একবারে সামনেই ভোগপুর হাইস্কুল। ফলে হাজার-হাজার ছাত্র-ছাত্রী ভীষণ অসুবিধার মধ্যে পড়ে রোজদিন যাতায়াত করার সময়।

কমিটির সহঃ সভাপতি মধুসূদন বেরা বলেন, সর্বক্ষণ প্রহরীর ব্যবস্থা করে অতি সত্বর রেল দপ্তর লেবেল ক্রসিং তৈরির উদ্যোগ নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *