আমাদের ভারত, কোচবিহার, ২৪ ফেব্রুয়ারি: ভারত সরকারের জাতীয় লঘু উদ্যোগ নিগম লিমিটেডের উদ্যোগে এবং কোচবিহার জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় আজ কোচবিহারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল এসসি, এসটি সম্প্রদায়ভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সচেতনতা শিবির। এর মাধ্যমে ভারত সরকার এসসি ও এসটি সম্প্রদায়ভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে এবং তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে তা জানাতে এদিন এই আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় স্থানীয় ২৫ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আলোচনার পর অনেকেই কেন্দ্রীয় সরকারের দেওয়া সুবিধা নিয়ে তাদের ব্যবসা বৃদ্ধির চেষ্টা করবেন বলে জানিয়েছেন।