কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: লরির ধাক্কায় মৃত্যু হল এক অটোচালকের। আজ দুপুরে চন্দ্রকোনার ঈদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লরিটি অটোেকে ধাক্কা দিলে অটোর চালক রাস্তায় পড়ে যান। তারপর অটোচালকে পিষে দেয় লরি। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে অটো চালকের।
এরপরে উন্মত্ত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় উত্তেজনা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।