রামপুরহাট-কান্ডে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, দাবি স্বরাজ ইন্ডিয়া-র

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২২ মার্চ: রামপুরহাটের তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের বদলা হিসেবে ঘরে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলল স্বরাজ ইন্ডিয়া।

মঙ্গলবার এক বিবৃতিতে স্বরাজ ইন্ডিয়া-র তরফে এই মন্তব্য করে লেখা হয়েছে, “মহিলা শিশু সহ অন্তত দশজন মানুষকে পুড়িয়ে মারার ঘটনা পশ্চিমবঙ্গের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই দুটি ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে প্রচার করার চেষ্টা হচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিবৃতি, যে টিভি ফেটে আগুন লেগেছে, পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই জঘন্য ঘটনার জন্য দায়ী কে।

পশ্চিমবঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সন্ত্রাস, খুন ও রক্তলীলা অব্যাহত। রাজনীতিতে অবাধ হিংসা আজ বাংলার সর্ব-বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা তলানিরও নিচে পৌঁছেছে। তাণ্ডবের রাজত্ব চলছে বাংলায়। পুলিশী ব্যবস্থাকে দলীয় কুক্ষিগত করে সমান্তরাল গুন্ডারাজের কুফল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরের অফিসারদের নিয়ে এই মর্মান্তিক ঘটনার অনুসন্ধানের জন্য যে বিশেষ অনুসন্ধান দল রাজ্য সরকার গঠন করেছে, তা গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মাত্র। কারণ ইতিমধ্যেই রাজ্য পুলিশের সর্বোচ্চ আধিকারিক, ডাইরেক্টর জেনারেল, মত প্রকাশ করেছেন যে ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই।

স্বরাজ ইন্ডিয়া দাবি জানাচ্ছে যে অবিলম্বে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, মৃত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা সহ উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ও শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে বৃহত্তর জনমত ও গণআন্দোলন গঠন করার পদক্ষেপ নিচ্ছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *