নদিয়ার কালীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর: নদিয়ার কালীগঞ্জের মাটিয়ারী গ্রামের বকুলতলা পাড়ায় শনিবার এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ ওঠে তার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। নির্যাতিতার বাড়ির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। রবিবার অভিযুক্তকে কোর্টে তোলা হবে।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, রিয়া সিংহ বর্মন (২০) নামে গৃহবধূর বছর তিনেক আগে গ্রামেরই প্রদীপ দে ওরফে মিলন নামে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে হয়। তারপর থেকেই পণ ও শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন জিনিসের দাবিতে মারধর ও শারীরিক অত্যাচার করা হত বলে খবর। অগ্নিদগ্ধ গৃহবধূর স্বামী জুয়ার নেশায় আসক্ত ছিল বলেও জানা যায়। তার উপর প্রায়ই মারধর করতো। দিন কয়েক আগেও মারধর করে। কিন্তু শুক্রবার রাতে অত্যাচারের সীমা ছাড়ায়। এরপর সহ্য করতে না পেরে বাবার বাড়ি পালিয়ে আসার চেষ্টা করলে সেই সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত গৃহবধূর দুবছরের একটি কন্যা শিশু রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কাটোয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় রিয়া সিংহ বর্মনকে। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে পরিবার সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রদীপ দে ও তার মা সরস্বতী দে কে আটক করা হয়েছ। রবিবার তাদের কোর্টে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *