Jalpaiguri, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, কালো ব্যাজ পরে প্রতিবাদ জলপাইগুড়ির আনন্দ চন্দ কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর: বাংলাদেশের সংখ্যালঘ্যুদের উপর আক্রমণ, ঘটনার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ পরে অশান্তি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালো জলপাইগুড়ির আনন্দ চন্দ কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। বেছে বেছে সংখ্যালঘ্যুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, সমাজ মাধ্যমে আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়ছে।

কয়েক মাস থেকে বাংলাদেশে চাকরির সংরক্ষণ নিয়ে শুরু হয় আন্দোলন। ছাত্র আন্দোলন দেশজুড়ে শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। নতুন করে দেশের দ্বায়িত্ব গ্রহণ করেন মহম্মদ ইউনুস। এরপর থেকে সংখ্যালঘ্যুদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। সময় যত বাড়ছে সংখ্যালঘ্যুদের উপর আক্রমণ বাড়ছে বলে অভিযোগ উঠছে। দিন কয়েক আগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে নতুন করে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর উপর আক্রমণ করা হয়। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হলো বলে জানালেনের কলেজের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক তন্ময় দত্ত।

তিনি বলেন, “বাংলাদেশে অশান্তি চলছে। আমরা চাই বাংলাদেশের অশান্তি বন্ধ হোক। যেহেতু পরীক্ষা চলছে, সেই কারণে কালো ব্যাজ পরে সংখ্যালঘ্যুদের উপর আক্রমণের প্রতিবাদ জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *