ফের বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা, ১৪টি মূর্তি সহ মন্দির ভাঙ্গচুরের অভিযোগ

আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: ফের হিন্দুদের উপর বড়সড় হামলার ঘটনায় উত্তপ্ত হল বাংলাদেশ। ১৪ টি হিন্দু মন্দিরে ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাংলাদেশের উত্তর-পশ্চিম জেলা ঠাকুরগাঁওতে এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে একের পর এক এই ঘটনা ঘটেছে। পরিকল্পনা করেই হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে পুলিশ। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার হিন্দু পরিবার।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি নামে এক এলাকায় ১৪ টি হিন্দু মন্দিরের তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। কোথাও মন্দির, কোথাও দেবদেবীর মূর্তি ভাঙ্গা হয়েছে। এমনকি ভাঙ্গা মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এলাকার পুকুরে ভাঙ্গাচোরা অংশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন।

বালিয়াডাঙ্গি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বালিয়াডাঙ্গির হিন্দু সম্প্রদায়ের নেতা বৈদ্যনাথ বর্মনের কথায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতি এখানকার তিনটি ইউনিয়ন এলাকায় ১৪ টি মন্দিরে ভাঙ্গচুর চালিয়েছে। কোথাও মূর্তি ভেঙ্গে পুকুরে ফেলে দিয়েছে। কারা এই কাজ করেছে সে বিষয়ে সম্পূর্ণভাবে আমরা অন্ধকারে। দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চট্টোপাধ্যায় বলেছেন, এর আগে কখনো হিন্দুদের উপর এত বড় হামলা হয়নি ওই এলাকায়। বুঝতে পারছি না কারা এমনটা করলো। বালিয়াডাঙ্গি থানার ওসি খাইরুল আনাম জানিয়েছে, এটা পরিকল্পিত হামলা। শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে।

এই প্রথম নয়, বাংলাদেশে সাম্প্রতিক কালে বারবার সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থানের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। কুমিল্লার নওগাঁও, চাঁপাইনবাবগঞ্জের মতো একাধিক এলাকায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। হিন্দুদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে হাসিনা সরকার। কিছুদিন আগে হিন্দুদের নিরাপত্তায় উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দেয় সে দেশের প্রশাসন। তার মধ্যে ফের এত বড় ঘটনা ঘটে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *