Mamata, TMC, BJP, এখানকার বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন, বিএসএফকে কে গুলি করতে বলেছিল? : মমতা

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৩ এপ্রিল: শীতলকুচির ঘটনা মনে আছে? পাঁচজন মারা গিয়েছিল। তার মধ‍্যে চারজন সংখ‍্যালঘু আর একজন রাজবংশী। আমি ছুটে গিয়েছিলাম। সেই ঘটনায় যুক্ত একজন আপনাদের এখানে এসেছেন, প্রার্থী হয়েছেন। আমি কিছু বলতাম না। কালকে একটা বিবৃতি দিয়েছে। তাই বলছি। বলে, মুখ‍্যমন্ত্রী আমাকে ফাঁসিয়েছে। আমি ফাঁসালে ভালোভাবে ফাঁসাতাম। মুখ‍্যমন্ত্রী ফাঁসাতে পারে না। আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। আমি মানুষের কাজ করি। শুধু একটা কথা জিজ্ঞেস করবেন, বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল? আপনার বিরুদ্ধে তদন্ত তো থামেনি। আপনাকে তো রাজ‍্য সরকার ক্লিয়ারেন্স দেয়নি। বিজেপি করুন। আজ এখানে এসেছেন। পারলে জীবন দেবেন। এই পাঁচটা জীবনের দাম আপনার কাছে নেই?

মুখ্যমন্ত্রী বলেন, আজকে বিজেপির রাজনীতি হঠকারিতার রাজনীতি। বালুরঘাটে বিএসফ বলছে বিজেপিকে ভোট দিতে। গুলি চালিয়েছে। একজনকে গুলি চালিয়েছে? আমরা ছেড়ে দেওয়ার পাত্র না। কেস করেছি। বিজেপি বিভেদের রাজনীতি করে। কত সাহস! বলে, তৃণমূল সরকার থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। হাত দিয়ে দেখ। ওটা আত্মগরিমার টাকা। মনে রাখবেন, তৃণমূল সরকার থাকবে। তৃণমূল কংগ্রেস সারাদেশ চালাবে। সমস্ত প্রকল্প চলবে। বিজেপি এতটা ভয়ঙ্কর! ভয়ংকর কথা প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বের হচ্ছে। আমি মর্মাহত। ওরা মাংস খাওয়া বন্ধ করে দেবে। মাছ, ডিমও খেতে দেবে না। কেষ্ট ও তার মেয়েকে ভরে রেখেছে। কিন্তু ভোট আটকাতে পারেনি। একইভাবে উদয়ন গুহকে বন্দি করে। বিজেপির লজ্জা করে না। ঘুম থেকে উঠে সব চ‍্যানেলে মোদী বাবুর ছবি। আমি বলি মোদী বাবু না প্রচার বাবু। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ না দেখে উনার মুখ দেখে উঠতে হবে। উনি নাকি সেরার সেরা। আজ ভারতবর্ষটাকে জেলখানা বানিয়েছে। সারা পৃথিবীর কাছে দেশের গণতন্ত্র আজ লজ্জাজনক অবস্থায়। এগুলো বলা উচিত বিধানসভায়।

মমতা বলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই দুটি সিট জিতিয়েছেন। মনে রাখবেন, প্রতিদিন পার্লামেন্টে আমাদের এমপিরা লড়াই করছেন। তাদের উপর আক্রমণ হয়েছে। তারা মানুষের কথা বলতে গিয়ে পালিয়ে আসেনি। মাথা নত করেনি। শতাব্দী ও অসিতকে হুমকি দেওয়া হয়েছে। চাঁদুর বাড়িতে ইডি পাঠিয়ে দিল। চাঁদু আমাকে বলুক, আর না বলুক, আমি তো জানি, বলেছে, তৃণমূল করো না বসে যাও। কবে কাজলকে রাণাকে গিয়ে একই কথা বলবে। এসব খেলা চলছে। এনআরসি, ক‍্যা, ভয় দেখানোর খেলা চলছে। ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। আমি বাংলায় এগুলো একটাও হতে দেব না। এটা আমার চ‍্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *