আমাদের ভারত, ২৩ এপ্রিল: একদিকে রয়েছে পনেরো বছরের রাজপাট। অন্যদিকে চলছে নির্বাচনী কর্মসূচির বিপুল ব্যস্ততা। তার মধ্যেই ধুবড়ি লোকসভার গোয়ালপাড়া জেলায় একটু অন্যরকম ছবির সাক্ষী থাকলেন স্থানীয় মানুষ।
ধুবড়ি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেনের উপস্থিতিতে, গোয়ালপাড়া জেলা এআইইউডিএফ সভাপতি সাফিয়ার রহমান রবিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। সমগ্র কর্মসূচির তত্ত্বাবধায়ন করেন গোয়ালপাড়া পূর্ব আসনের কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলম। সেখানে উপস্থিত ছিলেন গোয়ালপাড়া জেলা কংগ্রেসের সভাপতি দিগন্ত কুমার মেধি।
এদিন ধুবড়ি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেন সাংবাদিক সম্মলনে জানান, মানুষের সমর্থন দিন দিন বাড়ছে। মানুষের আশীর্বাদে ধুবড়িতে কংগ্রেস জয়ী হবে। গোয়ালপাড়া পূর্ব অঞ্চলের আসনের কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলমের দাবি, “বিগত দশ বছরের অপশাসনের শেষ হতে চলেছে। মানুষের দাবি মিথ্যে প্রতিশ্রুতি নয়। এবার চাই শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা, চাকরির বন্দোবস্ত। প্রতিশ্রুতি মত সেসব দিতে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান সাংসদ। একইভাবে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। মানুষ রেহাই চাইছেন। তারা সুরক্ষিত ভবিষ্যতের জন্য কংগ্রেসকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন।”