Ashutosh Ghosh, Calcutta university, সব পক্ষকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ বৃদ্ধিতে মন দিতে চান আশুতোষ ঘোষ

আমাদের ভারত, ৩০ অক্টোবর: সংঘাত নয়, সব পক্ষকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ বৃদ্ধিতেই মন দিতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত স্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষ। বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কাজে যোগ দেন তিনি। জানিয়ে দেন, পঠনপাঠনের মানোন্নয়ন, শিক্ষক নিয়োগ প্রভৃতি বিষয়ে নজর দেবেন। চলতে চান সকলকে পাশে নিয়ে।

২০১৬-২০১৭ নাগাদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব সামলেছেন। এদিন তিনি সাংবাদিকদের বলেন, “আমার মেরুদণ্ড সোজা না বাঁকা, তা নিয়ে আমি চিন্তা করি না। আমি কোন‌ও এক পক্ষের হয়ে অন্য পক্ষের সঙ্গে সংঘাতে যাব না। উভয় পক্ষকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করব।”

উৎকর্ষমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবনতির কারণ হিসাবে শিক্ষকের অভাবকেই দায়ী করেছেন নবনিযুক্ত উপাচার্য। তিনি বলেন, “৫০ শতাংশেরও বেশি পদে শিক্ষক নেই। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবনমনের প্রধান কারণ এটিই।”

শূন্যপদ পূরণের আশ্বাস দিয়ে তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নতুন নতুন কোর্স চালু করার কথাও ভাবা হচ্ছে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় ও কলেজমুখী করাই এর লক্ষ্য। পড়ুয়াদের অভিভাবক হিসাবে কাজ করতে চান বলে জানিয়েছেন আশুতোষবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *