নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর:
জিতেন্দ্র তিওয়ারি দলে আসুক চাইছেন না আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসানসোলের মানুষের কাছে নিজের মতামত রেখেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আসানসোল ও দুর্গাপুরে বহু বিজেপি কর্মী রাজ্যের শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন। বহু বিজেপি কর্মী এখনো মিথ্যে মামলায় জেলে রয়েছেন। দলের কর্মীদের হেনস্থা করার জন্য পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ভূমিকা ছিল। তাই তারা বিজেপিতে আসলে আমি মন থেকে মেনে নিতে পারব না।
পাণ্ডবেশ্বর বিধায়কের প্রশ্নে তিনি বলেন, আমার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। আমি তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। দলের কর্মীদের ভাবাবেগে আঘাত না পড়ার জন্যই আমি এমন মন্তব্য করছি। বিজেপিতে যোগদান করা নিয়ে আমার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি কোনো বৈঠক হয়নি। তাকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে তাও আমার জানা নেই। তবে, কেন্দ্রীয় নেতৃত্ব কোনও সিদ্ধান্ত নিলে তিনি যে মেনে চলবেন তা অবশ্য জানিয়েছেন। কিন্তু, জিতেন্দ্র তিওয়ারির মতো মানুষরা বিজেপিতে আসুক তা তিনি চাননা বলেও পরিস্কার জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়।