শ্রমজীবী ক্যান্টিনের ১২৫ দিন পূর্ণ হওয়ায় সিপিএমের উদ্যোগে রায়গঞ্জে মিছিল ও সভা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জানুয়ারি:
সিপিএমের উদ্যোগে রায়গঞ্জে শ্রমজীবী ক্যান্টিনের ১২৫ দিন পূর্ণ হওয়ায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে মিছিল ও সভা। সিপিএমের রায়গঞ্জ শহর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার রায়গঞ্জ শহরে মিছিল থানা রোড, মহাত্মা গান্ধী রোডে পরিক্রমা করার পর স্টেশন সংলগ্ন ময়দানে ধন্যবাদ জ্ঞাপন সভা হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস, ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক কার্তিক দাস ও এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকার সহ সিপিএম কর্মী সমর্থকরা৷

উল্লেখ্য, করোনার কারণে দেশজুড়ে চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন শ্রমজীবী মানুষরা। প্রায় না খেতে পেয়ে দিন কাটছিল তাদের। সেপ্টেম্বর মাস থেকে সিপিএম রায়গঞ্জ শহর এরিয়া কমিটি শ্রমজীবী ক্যান্টিন চালু করে। ভীষণভাবে উপকৃত হন রায়গঞ্জের সর্বস্তরের শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষের সহযোগিতায় শ্রমজীবী মানুষের জন্য এই শ্রমজীবী ক্যান্টিনের আজ ১২৫ তম দিন হওয়ায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে রবিবার সিপিএমের পক্ষ থেকে মিছিল ও সভা করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *