ভোট যত এগিয়ে আসবে রাজ্যের শাসকদলের ভাঙন তত বাড়বে, বললেন সুজন চক্রবর্তী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ নভেম্বর:
শুভেন্দু অধিকারীর পদত্যাগ বলে দিচ্ছে ক্রমশই ছোট হচ্ছে তৃণমূল। শুক্রবার কলকাতায় বিধানসভার বাইরে এই কথা বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূল থেকে সবাই এখন সরে যাচ্ছেন। পুলিশ দিয়ে জোর করে কিসের ভয় দেখিয়ে দলটাকে ধরে রেখেছে রাজ্যের শাসক দল। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে রাজ্যের শাসকদলের ভাঙন তত বাড়বে বলে জানিয়েছেন যাদবপুরের সিপিএম বিধায়ক।

প্রসঙ্গ, আজ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপরেই শুরু হয় তাঁকে নিয়ে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশ ধরেই নিয়েছে তিনি বিজেপিতে যোগদান করছেন। যদিও এবিষয়ে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি।

শুভেন্দু অধিকারী পদত্যাগ নিয়ে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূল ত্যাগীদের দলে ভেড়াচ্ছে বিজেপি। এই করে বিজেপি এরাজ্যে কখনই বাড়তে পারবে না। আগে দল ভাঙানোর খেলায় মদত দিয়েছিল রাজ্যের শাসক দল। বর্তমানে সেই কাজটি করছে বিজেপি। মানুষ সবটাই বুঝতে পারছেন। তৃণমূল ও বিজেপির মত দল ভাঙানোর রাজনৈতিক দলকে মানুষ বর্জন করবে। বাম জোটই মানুষের কাছে একমাত্র বিকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *