আমাদের ভারত, বনগাঁ, ২৫ জানুয়ারি: বার্ড লাভার্স এ্যাসোসিয়েশনের পরিচালনায় উত্তর ২৪ পরগণার বনগাঁয় ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৪,২৫ ও ২৬ জানুয়ারি পর্যন্ত বনগাঁর টাউনহল মঞ্চে এই প্রদর্শনী চলবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। প্রদর্শনী দেখতে ভিড় জমেছে যথেষ্ট।
সংস্থার কর্ণধার বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দোস্তিদার বলেন, দেশের বিভিন্ন জায়গার চিত্র এখানে আছে বেশির ভাগ পাখির ছবি উপরেই এই প্রদর্শন। বনগাঁ সহ বনগাঁর বাইরে থেকেও প্রচুর চিত্রগ্রাহকরা ছবি দিয়েছে এই প্রদর্শনীতে। প্রায় একশোটি ছবি দেখানো হয়েছে।
বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, এই ধরণের প্রদর্শনী বনগাঁয় আগে কখনও হয়নি। বনগাঁর একটি ছাত্র সংগঠন ও বনগাঁর পুলিশ আধিকারিকের সহযোগিতায় এতো সুন্দর পরিবেশ প্রদর্শনী সত্যি প্রশংসানীয়।
বার্ড লাভার্স এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য সৌমিক চক্রবর্তী , সায়ন ঘোষ বলেন, যে সমস্ত পাখির ছবি এই প্রদর্শনীতে রাখা হয়েছে, এগুলি বিলপ্ত হতে বসেছে। আমাদের দেশে কিছু যান্ত্রিক কারণে এই পাখি হারিয়ে যেতে বসেছে। পাখি আমাদের প্রকৃতির একটি রুপ।ছবির মধ্যমে আমাদের এই বার্তা থাকছে পাখি বাঁচাও।