আমাদের ভারত, ৪ নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে তাঁর গুন গেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তা খণ্ডন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দুবাবু এ ব্যাপারে তাঁর এক্স হ্যাণ্ডেলে তোপ দেগেছেন।
শুভেন্দুবাবু লিখেছেন, খাদ্য ও সরবরাহ বিভাগের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচেষ্টায় রেশন কার্ডগুলি ডিজিটালাইজ করা হয়েছিল এবং ১ কোটিরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে একটি বানানো গল্প তৈরি করার চেষ্টা করেছিলেন। আসল বিষয়টি হল যে আধার এবং বায়োমেট্রিক প্রমাণ করার জন্য কেন্দ্রীয় সরকারের জোরের কারণে পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি রেশন কার্ড বাতিল হয়েছিল। কারণ এই বাতিলকৃত কার্ডগুলি জাল ছিল। পশ্চিমবঙ্গে ১ কোটিরও বেশি রেশন কার্ডের বাতিল বা নিষ্ক্রিয়করণ সম্ভব হয়েছে শুধুমাত্র সেই রেশন কার্ডের সাথে সুবিধাভোগীদের আধার কার্ড বাধ্যতামূলক লিঙ্ক করার পরেই।
আধার লিঙ্ক করার ফলে এক নামে একাধিক রেশন কার্ড বা সম্পূর্ণ জাল রেশন কার্ড থাকা অসম্ভব হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা রেশন কার্ডের ডিজিটাইজেশনের বিরুদ্ধে ছিল, যা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হওয়ার পরে বাধ্যতামূলক হয়ে ওঠে। এমনকি রাজ্য সরকার ‘এক জাতি এক রেশন কার্ড’ প্রকল্পের বিরোধিতা করেছিল। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কেন্দ্রীয় সরকারের প্রধান উদ্যোগটি বাস্তবায়ন করতে রাজ্য বাধ্য হয়েছিল। তাই, ম্যাডাম সিএম, আপনি সব সময় জনগণকে বোকা বানাতে পারবেন না। এই হল আপনার মন্ত্রীর ‘সবুজ বিপ্লবের’ সত্য ঘটনা।”