Sukanta, BJP, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ও সিজিওতে দৌড়ে ঢোকা এএসআই তৃণমূল ঘনিষ্ঠ, ছবি পোস্ট করে দাবি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২১ আগস্ট: আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এএসআইয়ের সিজিওতে দৌড় বহুচর্চিত খবর হয়ে উঠেছে। তৃণমূলের এক ঘরোয়া সমাবেশে ওই সিভিক ভলান্টিয়ার এবং এএসআইয়ের ছবি বুধবার পোস্ট করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

এক্স-হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে সুকান্তবাবু দাবি করেছেন, আরজিকর কান্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ও তার ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত তৃণমূলের ঘনিষ্ঠ। তিনি লিখেছেন “শুধু দৌড়ে চ্যাম্পিয়ন নয়, তার দলীয় (তৃণমূল কংগ্রেস) সংযোগও রয়েছে। দক্ষিণ দিনাজপুরের টিএমসি নেতাদের সাথে এক সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত ও ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।”

প্রসঙ্গত, মঙ্গলবার সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে যান আর জি করের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের ঘনিষ্ঠ পুলিশের এএসআই অনুপ। এএসআই-কে সিজিও-র সামনে গাড়ি থেকে নামতে দেখেই ছুটে যান সাংবাদিকরা। ধৃত সম্পর্কে প্রশ্ন করতেই ভেজা রাস্তা দিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করে দেন ওই এএসআই। পা পিছলানোর উপক্রম হয়েছিলো তার। ছুটতে ছুটতে তিনি সোজা সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকে যান। ভিডিওবন্দি ওই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *