লকডাউনে অবাধ্য কলকাতাকে ঘরে ঢোকাতে গ্রেফতার ২৫৫, চলল লাঠি

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ২৪ মার্চ: কথায় আছে পাগলেও নিজের ভালো বোঝে। কিন্তু চোখের সামনে সারা বিশ্বের মহামারীর পরিস্থিতি দেখেও বুঝতে চাইছেন না অনেকে। সোমবার বিকেলে সারা রাজ্যে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার পরেও স্বাভাবিক ছন্দ থেকে অনেকেই বেরোতে চাননি। আর এবার তাদের শায়েস্তা করার জন্য কঠোর হল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, লকডাউন পরিস্থিতির মধ্যেও অনেকে বিনা কারণে রাস্তায় ঘুরে বেরিয়েছেন। সেই কারণে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রয়োজনে সংখ্যা আরো বাড়তে পারে। তবে যে কোনো পরিস্থিতিতে লকডাউনে অবাধ্য মানুষকে ঘরে আটকে রাখতে তৎপর পুলিশ। অনেকক্ষেত্রে নিয়মভঙ্গকারীদের সায়েস্তা করতে লাঠি চালাতেও দেখাগেছে পুলিশকে।
দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *