Arjun Singh, BJP, দেশের সনাতনীদের রক্ষার্থে বিজেপির সদস্য পদ গ্রহণের বার্তা অর্জুন সিংয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ ডিসেম্বর: বিজেপির সদস্য পদ গ্রহণের কর্মসূচিতে গিয়ে ভাইপো ব্যানার্জি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়’কে ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

এদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্যতা পদ সংগ্রহ অভিযান কর্মসূচি পালিত হল। শ্যামনগর নেহেরু মার্কেট থেকে এদিনের কর্মসূচি শুরু হয়ে ইষ্ট কাপ্তে পাড়া রোড ধরে নতুন গ্রামে গিয়ে শেষ হয়। শুরুতেই নেহেরু মার্কেট বাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষমূর্তিতে মাল্যদান করে সদস্য পদ গ্রহণ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ডাক্তারদের নিয়ে সম্মেলন করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন অর্জুন সিং বলেন, পিসি আর ভাইপোর মধ্যে লড়াই চলছে। ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছে, না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছে সেই নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছেন। ভাইপো ব্যানার্জি কয়লা, বালি, গরুর টাকা ব্যবহার করছে। ডাক্তাররা ভাইপোর কথায় মিটিং করতে গিয়েছিল। ভাইপোর কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে উনি সেটা বিধবা ভাতা হিসেবে দিতেই পারেন।”

এদিন অর্জুন সিং বাংলাদেশের পরিস্থিতির নিরিখে এবং রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের বংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য টেনে এনে এই রাজ্যে বিজেপির সংখ্যা বাড়ানোর কেন দরকার তা তুলে ধরেন। তিনি দেশের সনাতনীদের রক্ষার্থে বিজেপির সদস্য পদ গ্রহণের বার্তা দিলেন। তাছাড়া তাঁর কথায়, এরাজ্যের মানুষকে বাঁচতে নিজেদের এগিয়ে আসতে হবে এবং বিজেপির সদস্য পদ গ্রহণ করতে হবে।

এদিন তিনি বিধানসভায় রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর করা বিতর্কিত বক্তব্য তুলে ধরে শাসক দলকেও তীব্র কটাক্ষ করেন। তিনি এই প্রসঙ্গে বলেন, “মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভাতে যে বিতর্কিত মন্তব্য করেছেন সেটা নিয়ে তৃণমূল সরকার মুখে কুলুপ এঁটেছে। তাই বাংলার সনাতনীদের নিজেদের নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে। এই রাজ্যের বিভিন্ন এলাকায় পাকিস্থানের জঙ্গিরা লুকিয়ে রয়েছে আর এই রাজ্য থেকে অর্থ, অস্ত্র, ড্রাগ নিয়ে যাচ্ছে। তাই এই রাজ্যের মানুষ সেটা বুঝতে পেরেছে ফলে বিজেপির সদস্য পদ গ্রহণ করতে এগিয়ে আসছেন তারা।”

এদিনের সদস্য পদ গ্রহণ কর্মসূচিতে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং, বর্ষিয়ান বিজেপি নেতা শ্যামল তলাপাত্র সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। পথ চলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের এদিন উৎসাহের সঙ্গে বিজেপির সদস্য পদ নিতে দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *