আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ মে: বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শেষ হয়েছে ব্যারাকপুরের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে। তবে তার আগে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের মত ভোট গণনার সময় প্রশাসনিক শীর্ষকর্তাদের মদতে গণনা প্রভাবিত করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস।
কমিশনকে তিনি জানিয়েছেন, পুলিশি নিরাপত্তা পাওয়া বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলরদের যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়। গণনা কেন্দ্রে বাইরের কোন লোককে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও তিনি আশঙ্কা করছেন পার্থ ভৌমিক ঘনিষ্ঠ এক ক্যাটারার, মহকুমা শাসকের সাথে সখ্যতা বাড়িয়ে গণনার দিন রান্নার কাজের বরাত নিতে চাইছে। যার ফলে এলাকার দুষ্কৃতীদের রান্নার কাজের লোক হিসাবে গণনা কেন্দ্রে ঢোকানো সম্ভব। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণনা প্রভাবিত হলে তারও পাল্টা ব্যবস্থা করা হবে।
অন্যদিকে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, নিজের কথা উনি ভুলে গেছেন। কাউন্টিং এজেন্ট কেউ যাবে না সবাই জেনে গেছে উনি হেরে গেছেন। আমাদের দলেরই কিছু গাদ্দার আছে আছে তারাই যাবে।