আমাদের ভারত, ১৮ জুন: ফের ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর গুলি চলার ঘটনার পর ফের ব্যারাকপুরের অপর এক ব্যবসায়ী তাপস ভগতের কাছে ফোন আসে। সেই ফোনে ব্যবসায়ী তাপস ভগতকে সাবধানে থাকতে বলা হয় এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী তাপস ভগত জানান, ২০২২ সালে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং ২০২৩ সালে তার রেঁস্তোরার সামনে বোমাও ফেলা হয়, যে কারণে তিনি যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এবং পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। যদিও গোটা ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহলে।
তবে তাপস ভগতকে খুনের হুমকির বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তিনি বলেন, একটি জেলে বন্দি অবস্থায় রয়েছেন কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং। তবে সুবোধ সিংয়ের সাথেই লিংক ম্যানের কাজ করেন তৃণমূল নেতা তাপস ভগৎ। তাপস আর জেলবন্দি সুবোধের যোগসূত্রই ব্যারাকপুরে অপরাধ ঘটছে বলেই দাবি অর্জুন সিং- এর। আজ অর্জুন সিং বলেন, ও মিথ্যে কথা বলছে। পুলিশ আর তৃণমূল একসাথে গল্প লিখে এইসব করছে।