আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ জুন: মৃত প্রতীক বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার এবং তাদের আইনি লড়াইতে সহযোগিতা করার আশ্বাস দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় আট বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই প্রতীকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুরে সেই ছোট্ট প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, প্রশিক্ষকদের নজরদারির প্রয়োজন। মৃতের পরিবারের পাশে তিনি আছেন। প্রয়োজনে তাঁরা আইনি সহায়তা দিতে প্রস্তুত আছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনায় প্রশাসন এখনো কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।