তুমি একা হিন্দু? আমি হিন্দু নই? বিজেপির কাছে প্রশ্ন মমতার, দিলেন হিন্দুত্বের প্রমাণ

আমাদের ভারত, নদীয়া, ৫ ফেব্রুয়ারি: হিন্দুত্বের প্রশ্নে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলের কর্মী সভায় তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, “তুমি একা হিন্দু? আমি হিন্দু নই।” তাঁর প্রশ্ন, এজন্য বিজেপির থেকে সার্টিফিকেট নিতে হবে? হিন্দুত্বের ক্ষেত্র তিনি যে পিছিয়ে নেই বরং বিজেপির থেকে অনেক এগিয়ে তা তুলে ধরেন।

আজকের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট নেওয়ার সময় বিজেপি হিন্দু আর মুসলমান করে। কিন্তু তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বিজেপির উদ্দেশে তাঁর প্রশ্ন, তুমি একা হিন্দু? আমি হিন্দু নই? আমি কি দুর্গাপূজা করি না? লক্ষ্মী পূজা করি না? সরস্বতী পূজা করি না? আমরা কি হরেকৃষ্ণ হরেহরে বলি না? আমরা কি সর্বমঙ্গলা করি না? আমরা কি গণপতি পূজা করি না? তাঁর প্রশ্ন কোনটা করি না? আমরা কি রক্ষা কালী পূজা করি না? চামুন্ডা কালীর পূজা করি না? ছিন্নমস্তার পূজা করি না? আমরা সিদ্ধেশ্বরী কালী পূজা করি না? আমরা কি সর্বমঙ্গলা করি না? ভবতারিণী করি না? ভুবনমোহিনী করি না? জহুরা করি না? অনুকুল ঠাকুর করি না? লোকনাথ ব্রহ্মচারী করি না? তারাপীঠ, বক্রেশ্বর, পাথরচাপুড়ি করি না?

বিজেপির উদ্দেশে তাঁর প্রশ্ন, তুমি সার্টিফিকেট দেবে? আগে নিজের বাবা-মার সার্টিফিকেট আছে কি না সেটা জোগাড় কর। তারপর তুমি আমাদেরটা চাইবে। হিন্দু ধর্ম সম্পর্কে তিনি যে অনেক বেশি উদার এবং বিজেপির থেকেও হিন্দুদের জন্য অনেক বেশি কাজ করেছেন তার দীর্ঘ তালিকা তুলে ধরেন। প্রমাণস্বরূপ বলেন, অনুকুল ঠাকুরের শিষ্যরা তাঁর কাছে ১০ একর জমির জন্য গিয়েছিলেন। তারা বলেছিলেন সেই জমিতে তাঁরা একটা আশ্রম বানাতে চান, কিন্তু জমিটা রাজ্য সরকারের হাতে আছে। তিনি সঙ্গে সঙ্গে তা করে দিয়েছেন। মায়াপুরে ইসকন ৭০০ একর জমিতে টাউনশিপ করবে। তাঁরা যখন বলল, আমি তা করে দিলাম। তিনি বলেন, লোকনাথ ব্রহ্মচারীর ধাম চাকলা থেকে কচুয়া সব করে দিয়েছি। শুধু তাই নয়, প্রতিটি তীর্থক্ষেত্রে জন্য তাঁর সরকার যে বহু উন্নয়নমূলক কাজ করেছে তা তুলে ধরেন। তিনি বলেন, তারাপীঠ, বক্রেশ্বর, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, কঙ্কালীতলা সব জায়গায় করে দিয়েছি। এই প্রসঙ্গে সিপিএমের উদ্দেশ্য মমতা বলেন, তুমি কিছু করোনি। বিজেপির উদ্দেশ্য তাঁর বক্তব্য, পাঁচ বছরেও তুমি কিছু করোনি।

স্বামী বিবেকানন্দের জন্যও বিজেপি কিছু করেনি বলে মমতার অভিযোগ। বরং তাঁর সরকার স্বামী বিবেকানন্দের বাড়ি অধিগ্রহণ করেছে। তিনি বলেন, আমি আমার সরকারকে দিয়ে ভগ্নী নিবেদিতার বাড়ি অধিগ্রহণ করিয়েছি। বেলুড় থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাজিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। উপস্থিত মানুষের উদ্দেশ্যে তাঁর বক্তব্য সিপিএম, কংগ্রেস, বিজেপি এদের কারো কথায় বিশ্বাস করবেন না, এরা কোনও প্রটেকশন দিতে পারবে না। কারণ এরা সরকারের নেই, আমরা সরকারে আছি আমরাই প্রোটেকশন দিতে পারি। তিনি জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস যতক্ষণ সরকারে আছে ততক্ষণ কারো কোনও বিপদ নেই, কারণ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না।

রাজনৈতিক মহলের বক্তব্য, এতদিন শুধু মুসলিম ভোটব্যাঙ্ক ছিল, হিন্দু ভোটব্যাঙ্ক বলে কিছু ছিল না। বিজেপির লাগাতার প্রচারে এখন হিন্দুদের একটা অংশ তাদের দিকে ঝুঁকেছে। সম্প্রতি সিএএ–র জন্য উদ্বাস্তু হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে। বিজেপির এই ভোটব্যাঙ্ক ভাঙতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হিন্দু পরিচয় তুলে ধরেছেন এবং হিন্দুদের জন্য তিনি কী কী কাজ করছেন তা এখন প্রায় প্রতিটি জনসভায় বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *