নীল বনিক, আমাদের ভারত, ৭ এপ্রিল: নিজামুদ্দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হল বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রেসবিবৃতি দিয়ে বলা হয়েছে, রাজ্যের সকল ধর্মপ্রাণ মুসলিমদের লকডাউন
মানতে হবে। সামনেই সবেবরাত। তাই এই পরিস্থিতির মধ্যে মুসলিম সম্প্রদায়ের সবেবরাতে জমায়েত না করার পরামর্শ দিয়েছে বঙ্গীয় ইমামদের সংগঠন।
সবেবরাতে বিভিন্ন জায়গায় মিছিল বার করা হয়। মিছিল করে প্রিয়জনদের কবরের কাছে যাওয়ারও রীতি রয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সবেবরাতে জমায়েত মিছিল ও মিছিল করে কবরস্থানের উদ্দেশ্যে যাওয়া থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। মুসলিম সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা এবং এই মারন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতেই ইমাম অ্যাসোসিয়েশনের তরফে এই অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও নিজের ঘরে বসেই নমাজ পড়ার পরামর্শ দিয়েছেন তারা। নমাজের নামে কোথাও কোনও জমায়েত করতেও বারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইমামদের সংগঠন।